About Session
জীবনে এমন কিছু মুহুর্ত আমাদের জীবনে চলে আসে যখন আমরা কিংকর্তব্যবিমুঢ় হয়ে পরি। কিন্তু ঘুরে দাড়াতে একটা যুৎসয় কিছু খুঁজে ফিরে মন। মনের কোনায় উঁকি দেয় একটি প্রশ্ন, এখন আমি কি করবো?
জীবনের এমন কিছু ঘটনা বা না পাওয়া আমাদের এত বেশি পিরা দেয় যে কিছুতেই তা মেনে নিতে পারে না মন। কিন্তু মানুষ হিসেবে ঘুরে দাড়ানোর অদম্য ইচ্ছা। অথচ বুঝে উঠতে পারছি না, এখন আমি কি করবো?
হয়তো অনার্সে পছন্দের কোন প্রতিষ্ঠান কিংবা সাবজেক্ট পেলাম না, এমনকি কোথাও চান্স পেলাম না। কিন্তু ঘুরে তো দাড়াতে হবে। তাহলে এখন আমি কি করবো?
আমি হীনমন্যতায় ভূগি আমার অবস্থা নিয়ে। কিন্তু এর পরিবর্তন আমি আলবৎ চাই। কিন্ত বুঝে উঠতে পারছি না কিছুই। তো এখন আমি কি করবো?
জীবনের এমন কোন বাকে এসে উপস্থিত যে একাধিক বিষয়ের মধ্যে একটাকে আমাকে বেছে নিয়ে বাকি গুলো স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু সবগুলো বিষয় যে আমার দরকার। তবে এখন আমি কি করেবো?
হাতের কাছে অনেক কয়টা অপশন। যে কোন একটা বেছে নিতে হবে। যা বাছবো তা সঠিক হবে কিনা তা নিয়ে সংশয়। মাথায় ঘুরপাক খাচ্ছে, এখন আমি কি করবো?
এমন হাজারো, ’এখন আমি কি করবো?’ প্রশ্নে থমকে আছে জীবন। এই থমকে যাওয়া জীবন থেকে মুক্তি চাই আমি। আর এই জন্যই ‘Income at 18’ এর লাইফ কোচিং ভিত্তিক 1 to 1 session- ’এখন আমি কি করবো?’